
আজ সকাল ৯ টায়, আগারগাঁও অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি ভবন)-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন মন্ত্রণালয়ের ইনোভেশন অফিসারগণের অংশগ্রহণে আইডিয়া উদ্ভাবন কর্মশালা। ‘‘জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচী’’ বাস্তবায়নের অংশ হিসেবে কর্মশালাটি আয়োজন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এ কর্মশালাটি পরিচালনা করেন এ প্রকল্পের অন্যতম বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব সুশান্ত কুমার সাহা, এমসিসি লি.-এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির প্রমুখ। কর্মশালায় বাংলাদেশের ৬০ টি মন্ত্রণালয় এবং তার অধীনস্থ অধিদপ্তর থেকে আগত ৮০ জন ইনোভেশন অফিসার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে, সূচনা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আবুল হাসান। এরপর বক্তব্য প্রদান করেন সচিব নজরুল ইসলাম খান। তিনি সকল মন্ত্রণালয়কে দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। এরপর মোবাইল এ্যাপসের পরিচিতি, এর ব্যবহার এবং সরকারী বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কী ধরণের মোবাইল এ্যাপস্ তৈরী হতে পারে সে বিষয়ে প্রাথমিক ধারণাসহ একটি প্রস্তাবনা রাখেন আশ্রাফ আবির। দিনব্যাপী এ কর্মশালায় আমন্ত্রিত অতিথিগণ সরকারী বিভিন্ন সেবাসমূহকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য মুক্তিযুদ্ধ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্যের মত গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ৬১ টি মোবাইল এ্যাপ্লিকেশনের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। সবশেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ।
কর্মশালা সম্পর্কে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব আনোয়ার হোসেন জানান, “এ ধরণের কর্মশালার মাধ্যমে সরকারী কর্মকর্তাদের মোবাইল এ্যাপ্লিকেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তথ্য প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে সরকারি সেবা প্রাপ্তির জটিলতাকে পরিহার করতে সম্ভবনাময় মোবাইল খাতে এই সকল কর্মকর্তারা অবদান রাখতে পারবেন বলে আশা রাখছি”। সশস্ত্র বাহিনীর যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তা মেজর ফয়সাল বলেন, “এটি সরকারের খুবই গুরুত্বপূর্ণ ও যুগপোযোগী সিদ্ধান্ত। সরকারী প্রতিষ্ঠানগুলো শুরু করলে দেশের বেসরকারী ক্ষেত্রগুলোও এদিকে মনোযোগী হবে।”
এই সকল উন্মুক্ত আইডিয়া থেকে নির্বাচিত আইডিয়াসমূহকে গ্রহণ করে পরবর্তীতে মোবাইল এ্যাপস নির্মাণ করা হবে এবং পূর্ণাঙ্গ আইডিয়াগুলো উন্মুক্ত একটি ওয়েবসাইটে রিসোর্স হিসেবে প্রকাশ করা হবে। এই প্রকল্পের আওতায় প্রাপ্ত সকল আইডিয়া নিয়ে একটি প্রকাশনাও তৈরি করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালা থেকে প্রাপ্ত প্রায় ১৩০ টি ধারণার সংকলন প্রকাশ হয়েছে এই সাইটটিতে।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএল-এর সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণ ফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।
পত্রিকায় দেখুন:
প্রথম আলো : অ্যাপস তৈরির ধারণা সরকারি কর্মকর্তাদের কর্মশালা