জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় আজ থেকে শুরু হলো ৬৪ জেলায় মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন কার্যক্রম। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল ৯ টা থেকে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স। যশোর জেলায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে, প্রায় ৪৭ জন এই কোর্সের প্রশিক্ষনার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। পাঁচ দিনে ছাত্র ছাত্রীদেরকে জাভা ও এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনে উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া ব্যবহারিক ক্লাসের মাধ্যমে কর্মশালার শেষ দিকে প্রশিক্ষণার্থীরা এ্যাপ্লিকেশনও তৈরী করবেন। কর্মশালা শেষে সফল প্রশিক্ষনার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তারা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই সকল প্রশিক্ষনার্থী জাতীয় পর্যায়ের এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার প্রথম কার্যদিবসে ভিডিও কনফারেন্স কলে উপস্থিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। প্রশিক্ষণে অংশগ্রহণকারী দু’জন শিক্ষার্থীর সঙ্গেও তিনি মতবিনিময় করেন। পাশাপাশি এ কার্যক্রমে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলাম খান, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাহিদ হোসেন পনির, হাইটেক পার্কের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির।
একটি সমৃদ্ধ সফটওয়্যার শিল্প গড়ে উঠলে তা অভ্যন্তরীণ ও বিশ্ববাজারের চাহিদা মেটাতে, বৈদেশিক বাণিজ্য হতে আয় বাড়াতে, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে এবং আমদানী নির্ভরশীলতা কমাতে ব্যাপক ভূমিকা রাখবে। এই কর্মসূচি সে ধরনের সফটওয়্যার শিল্প পরিবেশ (ইকো সিস্টেম) বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে যাতে একদিকে যেমন তথ্য প্রযুক্তি ভিত্তিক জনসেবা প্রদান নিশ্চিত হবে তেমন ডিজিটাল ডিভাইড দূরীকরণে আইসিটি খাতের উন্নয়ন কেবল রাজধানী ঢাকায় নয় বরং রাজধানীর বাইরেও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা যাবে। এই কর্মসূচীর আওতায় বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে মোবাইল এ্যাপস এর প্রয়োজনীয়তা ও চাহিদা যাচাই বাছাই পূর্বক যুগোপযোগী এ্যাপস আইডিয়া প্রস্তুত, সংগ্রহ ও সংরক্ষণ, ওয়েবসাইটের মাধ্যমে সেই সকল আইডিয়ার সংকলন প্রকাশ করা, প্রত্যেকটি মন্ত্রণালয়ের জন্য অন্তত একটি করে কার্যকর মোবাইল এ্যাপস নির্মাণ, ৭টি বিভাগীয় পর্যায়ে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বুট ক্যাম্প, দেশের ৬৪ জেলার ছাত্রছাত্রীদের ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ধারণা প্রদানের পাশাপাশি তাদেরকে এ্যাপস নির্মানের প্রশিক্ষণ প্রদান, সংগ্রহিত আইডিয়া থেকে এ্যাপস নির্মাণের ব্যবস্থা, এক একটি সরকারি অফিসের জন্য একটি করে কার্যকরী মোবাইল এ্যাপস প্রস্তুত, জাতীয় পর্যায়ে এ্যাপস নির্মাণের প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি এই সকল কনটেন্টের মাধ্যমে একটি রিসোর্স পোর্টাল প্রস্তুত ও সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করাই এই কর্মসূচীর প্রকৃত উদ্দেশ্য।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।
1 Comment
Leave a Reply
You must be logged in to post a comment.
কবে হয়ে গেল কিছু তো জানতেই পারলাম না৷ আমরা কি তাহলে বাদ গেলাম?