গত ৭ জানুয়ারি, ২০১৪; মঙ্গলবার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন একই মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কামাল আহমেদ, প্রকল্প পরিচালক উপ সচিব জনাব আবুল হাসান, এফবিসিসিএই এর পরিচালক শাফকাত হায়দার, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন, এমসিসি লিঃ এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির, ইএটিএল-এর প্রধান নির্বাহী নিজাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইএটিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম.এ.মুবিন খান।
ঢাকা জেলায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে, প্রায় ২৯ জন এ কোর্সের জন্য নির্বাচিত হয়েছিলেন। কর্মসূচী শেষে তাদের ২৬ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
পাঁচ দিনে ছাত্র ছাত্রীদেরকে জাভা ও এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান দয়ো হয়। এছাড়াও ব্যবহারিক ক্লাসের মাধ্যমে কর্মশালার শেষ দিকে প্রশিক্ষণার্থীরা এ্যাপ্লিকেশনও তৈরী করেন। জাতীয় পর্যায়ের এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায় এ সকল প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করতে পারবেন।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।
আমরা গর্বিত যে, আমরা লক্ষের কাছাকাছি পৌছতে পেরেছি।