জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় আজ সকাল ৯ টা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স। ঢাকা জেলায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে, প্রায় ৪২ জন এই কোর্সের প্রশিক্ষনার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। কর্মশালায় ছাত্র ছাত্রীদেরকে জাভা ও এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনে উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া ব্যবহারিক ক্লাসের মাধ্যমে কর্মশালার শেষ দিকে প্রশিক্ষণার্থীরা এ্যাপ্লিকেশনও তৈরী করবেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষনার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তারা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই সকল প্রশিক্ষনার্থী জাতীয় পর্যায়ের এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন।
আজ থেকে নর্থ সা্উথ ইউনিভার্সিটিতে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমে, প্রথম দিনের শুরুতে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান জনাব সুনিল কান্তি বোস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলাম খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ইকবাল খান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ও প্রকল্প পরিচালক জনাব ড.মোহাম্মদ আবুল হাসান। নর্থ সা্উথ ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আমিন ইউ সরকার, স্কুল অফ ইন্জিনিয়ারিং এর ডিন ড. মিফতাউর রহমান, ইলেকট্রিক এন্ড কম্পিউটার ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড.কাজি আব্দুস সালাম । এছাড়াও উপস্থিত ছিলেন ইএটিএল এর প্রধান নির্বাহী এম এ মুবিন প্রমুখ।
এছাড়া আগামী ১২ জানুয়ারি ২০১৪ থেকে ধানমন্ডিতে অবস্থিত ইউনিভার্সিটি অব লিবরেল আর্টস এবং ১৩ জানুয়ারি ২০১৪ থেকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে একই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায় বাংলাদেশে সরকারি-বেসরকারি খাতে মোবাইল এ্যাপস এর প্রয়োজনীয়তা ও চাহিদা যাচাই বাছাই পূর্বক যুগোপযোগী এ্যাপস আইডিয়া প্রস্তুত, সংগ্রহ ও সংরক্ষণ, ওয়েবসাইটের মাধ্যমে সেই সকল আইডিয়ার সংকলন প্রকাশ করা, প্রত্যেকটি মন্ত্রণালয়ের জন্য অন্তত একটি করে কার্যকর মোবাইল এ্যাপস নির্মাণ, ৭টি বিভাগীয় পর্যায়ে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বুট ক্যাম্প এবং দেশের ৬৪ জেলার শিক্ষার্থীদের ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ধারণা প্রদান করা হবে। পাশাপাশি এ কর্মসূচীর অধীনে তাদেরকে এ্যাপস নির্মানের প্রশিক্ষণ প্রদান, সংগ্রহীত আইডিয়া থেকে এ্যাপস নির্মাণের ব্যবস্থা, এক একটি সরকারি অফিসের জন্য একটি করে কার্যকরী মোবাইল এ্যাপস প্রস্তুত, জাতীয় পর্যায়ে এ্যাপস নির্মাণের প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি এই সকল কনটেন্টের মাধ্যমে একটি রিসোর্স পোর্টাল প্রস্তুত ও সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করা হবে।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।