যশোর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে মোবাইল এ্যাপ্লিকেশন আইডিয়া উদ্ভাবন কর্মশালা

By Mahadi Hasan

Jessore-2

আজ সকাল ১১ টায়, যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়ে গেল যশোর জেলার সকল কর্মকর্তাদের নিয়ে মোবাইল এ্যাপ্লিকেশন আইডিয়া ইনভেনশন কর্মশালা। “জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে কর্মশালাটি আয়োজন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, যশোর জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাহিদ হোসেন পনির এবং আরও অনেকে।

সূচনা বক্তব্যের পর; মোবাইল এ্যাপস্রে পরিচিতি, এর ব্যবহার এবং জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য কী ধরনের মোবাইল এ্যাপস্ তৈরী হতে পারে সে বিষয়ে প্রাথমিক ধারণাসহ প্রস্তাবনা রাখেন এমসিসি লি.-এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির। এরপর আমন্ত্রিত কর্মকর্তাগণ একে একে তাদের প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সেশনে যশোর জেলাভিত্তিক প্রয়োজনীয় সেবা গ্রাহকদের কাছে আরও সহজ এবং সুস্পষ্টভাবে নিশ্চিত করার বিভিন্ন মাধ্যম নিয়ে আলোচনা করেন।

এই সকল উন্মুক্ত আইডিয়া থেকে নির্বাচিত আইডিয়াসমূহকে গ্রহণ করে পরবর্তীতে মোবাইল এ্যাপস নির্মাণ করা হবে এবং পূর্ণাঙ্গ আইডিয়া সমূহকে উন্মুক্ত একটি ওয়েব সাইটে আইডিয়া রিসোর্স হিসেবে প্রকাশ করা হবে। এই প্রকল্পের আওতায় এই সকল আইডিয়া নিয়ে একটি প্রকাশনাও তৈরি করা হবে।

Leave a Reply