অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জন্য মোবাইল এ্যাপ্লিকেশন আইডিয়া উদ্ভাবন কর্মশালা

By Mahadi Hasan

55

আজ সকাল ৯টায়, শের-এ-বাংলা নগরের ইআরডি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জন্য মোবাইল এ্যাপ্লিকেশন আইডিয়া ইনভেনশন কর্মশালা। “জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে কর্মশালাটি আয়োজন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআরডি বিভাগের সচিব আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথির আসন অলংকৃত করেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। পুরো আইডিয়া সেশনটি পরিচালনা করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান। কর্মশালায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ৭৮ জন আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।

শুরুতেই; মোবাইল এ্যাপস্রে পরিচিতি, এর ব্যবহার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জন্য কী ধরনের মোবাইল এ্যাপস্ তৈরী হতে পারে সে বিষয়ে প্রাথমিক ধারণাসহ একটি প্রস্তাবনা রাখা হয়। এরপর আমন্ত্রিত কর্মকর্তাগণ একে একে তাদের প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সেশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ গ্রাহকদের কাছে আরও সহজ এবং সুস্পষ্টভাবে তাদের সেবা নিশ্চিত করার বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করেন। ইআরডি বিভাগের অতিরিক্ত সচিব আরস্তু খান একে একে সবার উপস্থাপনা শোনেন।

এই সকল উন্মুক্ত আইডিয়া থেকে নির্বাচিত আইডিয়াসমূহকে গ্রহণ করে পরবর্তীতে মোবাইল এ্যাপস নির্মাণ করা হবে এবং পূর্ণাঙ্গ আইডিয়া সমূহকে উন্মুক্ত একটি ওয়েব সাইটে আইডিয়া রিসোর্স হিসেবে প্রকাশ করা হবে। এই প্রকল্পের আওতায় এই সকল আইডিয়া নিয়ে একটি প্রকাশনাও তৈরি করা হবে।

পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।

Leave a Reply