সংবাদ বিজ্ঞপ্তি: আপনার উদ্ভাবনী অ্যাপ আজই জমা দিন ডিসেম্বরে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার

By Mahadi Hasan

দেশের মোবাইল অ্যাপ্লিকেশন শিল্প বিস্তারের লক্ষ্যে নির্মাতাদের পুরস্কৃত করবে সরকার। আর তাই দেশ সেরা মোবাইল কন্টেন্ট ও উদ্ভাবনী অ্যাপ্লিকেশন বাছাই ও প্রসারের উদ্দেশ্যে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৪ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ঢাকায় আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে সেরা নির্মাতাদের হাতে তুলে দেওয়া হবে সর্বমোট ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার ও বিশেষ সন্মাননা স্মারক। জমকালো এ আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা জাতীয় পুরস্কার পেতে আগ্রহী নভেম্বরের মধ্যে তাদেরকে নিজের সেরা কাজটি জমা দিতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সর্ব সাধারণের উপযোগী ও সহজ করার জন্য এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মানের মোবাইল অ্যাপ্লিকেশনের প্রাপ্য স্বীকৃতি প্রদানই এই উদ্যোগের লক্ষ্য। পুরস্কারের জন্য জমাকৃত প্রকল্পগুলো দেশ সেরা মোবাইল অ্যাপ্লিকেশন বিশেষজ্ঞরা মূল্যয়ন করবেন এবং এখান থেকে সর্বমোট আট জন বিজয়ীকে নির্বাচন করা হবে। বিজয়ীরা তাদের প্রকল্পগুলো প্রচার ও প্রচারের উদ্দেশ্যে প্রদর্শনের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ তে আমন্ত্রন পাবেন। এছাড়া বিজয়ীরা বৈশ্বিক মোবাইল এ্যাপ্লিকেশনের সর্ববৃহৎ আয়োজন ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড-২০১৫: মোবাইল কনটেন্ট গ্লোবাল কংগ্রেস’ এ সরাসরি অংশগ্রহনের সুযোগ পাবেন। আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৪ তে মনোনীত হওয়ার অর্থ আপনার উদ্ভাবনী প্রকল্পটি নির্ধারিত ৮টি ক্যাটাগরীরতে দেশের সেরা মোবাইল অ্যাপ্লিকেশন। তাই জাতীয় পুরস্কারের জন্য আজই আপনার উদ্ভাবনী অ্যাপ্লিকেশনটি জমা দিন।

যে আটটি বিষয়ে উদ্ভাবনী প্রকল্প জমা নেওয়া হবে সেগুলো হলো: ব্যবসা, বাণিজ্য, ব্যাংকিং ও ভ্রমণ; সরকার ও জনসাধারণের অংশীদারিত; শিক্ষা, প্রশিক্ষণ, লাইফস্ট্যাইল ও বিনোদন বিষয়ক প্রকল্প; পর্যটন ও সাংস্কৃতি; মিডিয়া ও সংবাদ; পরিবেশ ও স্বাস্থ্য; অন্তর্ভূক্তি ও ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প।

জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার এ শিল্পের সাথে জড়িত যে কোন কোম্পানি, প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য উন্মুক্ত। মোবাইল/ট্যাব/আইপ্যাড প্লাটফর্মে কার্যকর এমন অ্যান্ড্রয়েড/আইওএস/ উইন্ডোজ/ ব্লাকবেরী/ জেটুমি অ্যাপ্লিকেশন গ্রহন করা হবে। অংশগ্রহণকারীদের পূর্ণাঙ্গ প্রকল্প জমা দিতে হবে। কোনো অবস্থাতেই ড্রাফট, পরীক্ষামূলক বা অসম্পূর্ণ প্রকল্প গ্রহণ করা হবেনা। শুধু ১ জানুয়ারি ২০১৩ এরপর সম্পন্ন হওয়া প্রকল্প গুলো জমা নেওয়া হবে। একটি প্রকল্প কেবল একটি ক্যাটাগরিতে জমা দেওয়া যাবে। একই প্রতিষ্ঠান, কোম্পানী বা দলের একাধিক প্রকল্প জমার ক্ষেত্রে প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা নিবন্ধন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০শে নভেম্বর। আবেদনের জন্য এই লিঙ্ক এ প্রবেশ করুন: www.nationalappsbd.com

Leave a Reply