এন্ড্রয়েড ডেভলপারদের নিয়ে এবার রংপুরে অনুষ্ঠিত হলো জাতীয় বুট ক্যাম্প

By Mahadi Hasan

Rangpur Bootcamp
এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপারদের নিয়ে এবার রংপুরের জেলা ম্যাজিস্ট্রেট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো জাতীয় বুট ক্যাম্প। এই বুট ক্যাম্পে বা প্রশিক্ষণ শিবিরে জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় ইতিপূর্বে রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে প্রশিক্ষণ গ্রহণকারী ডেভলপারসহ ৪৭০ জন এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপাররা অংশ নিয়েছেন। এই প্রকল্পের আওতায় ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য বুট ক্যাম্পের ভেতরে এটি পঞ্চম।
¬
রংপুরে অনুষ্ঠিত এই বুট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের মাননীয় সাংসদ হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, রূপকল্প ২০২১ এর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে রংপুরে বুট ক্যাম্পের মতো উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। এই বুট ক্যাম্পের বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) জনাব তনিমা তাসনিম। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রসাশক জনাব মামুনুর রশিদ, রংপুর ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ মোছা. বিথী আফরোজ এবং রংপুর কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক জনাব মো. তৌহিদুর ইসলাম। এরা প্রত্যেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব ও কর্মসূচী পরিচালক জনাব ড. মোহাম্মদ আবুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, এমসিসি লি. এর প্রধান নির্বাহী জনাব আশ্রাফ আবির।
দিনব্যাপী এই বুট ক্যাম্পে রংপুর ও তার আশেপাশে জেলা থেকে ৪৭০ জন এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপাররা একত্রিত হন। এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপমেন্টের বিভিন্ন উচ্চতর কারিগরী বিষয় যেমন গেইম ডেভলপমেন্ট, মোবাইল এ্যাপ এর ব্যবসার উপায় বা পদ্ধতি ইত্যাদি বিষয় ছাড়াও একটি এ্যাপ্লিকেশনের ডেভলপমেন্ট পর্যায়ে সাধারণত যেসকল অসুবিধা হয় এমন একাধিক বিষয় নিয়ে সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের কয়েকজন সেরা মোবাইল এ্যাপ নির্মাতারাও এই বুট ক্যাম্পে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা তাদের সাথে পেশাগত বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পান। এছাড়াও সারা দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে গ্রামীনফোন, সিম্ফোনি ও নোকিয়ার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

এই বুট ক্যাম্পটি পরিচালনা করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি.

উল্লেখ্য, এর ঢাকা, সিলেট, খুলনা ও চট্টগ্রামে চারটি বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই প্রকল্পের আওতায় সারা দেশে এ পর্যন্ত অনুষ্ঠিত জেলা পর্যায়ে ৬২টি প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ২৩৪৭ জন শিক্ষার্থীকে এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন উন্নয়নের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

পুরো প্রকল্পে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট, গুগল ডেভলাপার গ্রুপ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, কিউবি ও টেলিটক।

Leave a Reply