নোয়াখালী জেলায় শুরু হলো পাঁচ দিন ব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ এবং শেষ হলো রংপুর জেলার প্রশিক্ষণ

By Mahadi Hasan

noakhali copy
জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় আজ ০৭ মার্চ ২০১৪ সকাল ১০ টা থেকে নোয়াখালী জেলায় শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। ৭৬ জন শিক্ষার্থী নিয়ে নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে । এই ওয়েব সাইটে নিবন্ধন ও স্কিল টেস্ট প্রদানের মাধ্যমে শিক্ষার্থীগণ এই কোর্সের জন্য নির্বাচিত হন এবং তারা পাঁচ দিনে এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং এ্যাপ্লিকেশন তৈরি করবেন। কর্মশালা শেষে সফল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তারা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই সকল প্রশিক্ষণার্থী জাতীয় পর্যায়ে এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন। এদিকে আজ ০৭ মার্চ ২০১৪ তারিখে শেষ হলো ০৩ মার্চ ২০১৪ তারিখে শুরু হওয়া রংপুর জেলার মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ। পাঁচ দিন প্রশিক্ষণ শেষে ছাত্র ছাত্রীরা এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পূর্ণাঙ্গ মোবাইল এ্যাপ্লিকেশন তৈরী করেন। রংপুরম জেলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষন কার্যক্রম থেকে ৪৭ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ ৪০ টি এ্যাপ্লিকেশন তৈরী করেন এবং তাদের হাতে সনদপত্র তুলে দেন রংপুর ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ জনাব মোসাম্মৎ বিথী আফরোজ,একই ইন্সটিটিউটের পরিচালক জনাব মো. জাহাঙ্গীর আলম, পরিচালক মো. ইদ্রিসক আলী প্রমুখ।

নোয়াখালী জেলায় শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জনাব নজরুল ইসলাম খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলার জেলা প্রশাসক জনাব খন্দকার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী পলিটেকনিকেল ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব আহসান উল্লাহ শিমুল, এমসিসি লি.এর উপ-পরিচালক জনাব এফ এম শাহ পারভেজ প্রমুখ।

এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি.। উল্লেখ্য, এ পর্যন্ত অনুষ্ঠিত ৩৫ টি প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪০৭ জন শিক্ষার্থী সফল ভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। প্রশিক্ষণ চলছে গাজীপুর জেলায়। এছাড়া আগামী ০৮ মার্চ ২০১৪ থেকে মৌলভীবাজার জেলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অন্যান্য জেলার ছাত্রছাত্রীদের জন্য এখনো নিবন্ধন কার্যক্রম চালু আছে। জাভা ল্যাংগুয়েজ জানা শিক্ষার্থীরা এই ওয়েব সাইটে প্রবেশ করে নিবন্ধন ও স্কিল টেস্ট প্রদানের মাধ্যমে নির্বাচিত হলে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

পুরো প্রকল্পে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট, গুগল ডেভলাপার গ্রুপ ও সেন্টার ফর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ঢাকা।

2 Comments

  1. AbuRaihan

    অফিসে কি ল্যপটপ না নিয়ে গেলে কর্তৃপক্ষ প্রশিক্ষনের জন্য ল্যাপটপ দিবে?

Leave a Reply