রাঙ্গামাটি জেলায় শেষ হলো হলো পাঁচ দিন ব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ

By Mahadi Hasan

 

 

PIC_0301 copyজাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় গত ১৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে রাঙ্গামাটি জেলায় শুরু হওয়া পাঁচদিন ব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ কোর্স গত ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে শেষ হলো। পাঁচ দিন প্রশিক্ষণ শেষে ছাত্র ছাত্রীরা এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পূর্ণাঙ্গ মোবাইল এ্যাপ্লিকেশন তৈরী করেন। রাঙ্গামাটি জেলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষন কার্যক্রম থেকে ৫৭ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ ৩০ টি এ্যাপ্লিকেশন তৈরি করেন এবং তাদের হাতে সনদপত্র তুলে দেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব জনাব মো.রফিকুল ইসলাম। এই সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট-এর অধ্যক্ষ জনাব আব্দুল মালেক,একই ইন্সটিটিউট এর সিএসই বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, সিভিল বিভাগের প্রধান আব্দুল মতিন হাওলাদার এবং অটো মোবাইল বিভাগের প্রধান আব্দুল জব্বার।
অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রমে শ্রেষ্ঠ এ্যাপ নির্মাণকারী হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সাদ্দাম হোসেন শাকিলকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারী মো. সাদ্দাম হোসেন শাকিল উপস্থিত অতিথির হাত থেকে সিম্ফোনী ব্র্যান্ডের এ্যান্ড্রোয়েডচালিত মোবাইল ডিভাইস পুরষ্কার হিসেবে গ্রহণ করেন।
এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি.। উল্লেখ্য, এ পর্যন্ত অনুষ্ঠিত ২৫ টি প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৭৮ জন শিক্ষার্থী সফল ভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। প্রশিক্ষণ চলছে পাবনা, ঝিনাইদহ, জয়পুরহাট, লক্ষীপুর, ঠাকুরগাও ও মানিকগঞ্জ জেলায় । এছাড়া আগামী ০১ মার্চ ২০১৪ থেকে ফেনী জেলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অন্যান্য জেলার ছাত্রছাত্রীদের জন্য এখনো নিবন্ধন কার্যক্রম চালু আছে। জাভা ল্যাংগুয়েজ জানা শিক্ষার্থীরা  এই ওয়েব সাইটে প্রবেশ করে নিবন্ধন ও স্কিল টেস্ট প্রদানের মাধ্যমে নির্বাচিত হলে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
পুরো প্রকল্পে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট, গুগল ডেভলাপার গ্রুপ ও সেন্টার ফর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ঢাকা।

Leave a Reply