সারা দেশের ছেলে মেয়েরা যাতে ঘরে বসেই এন্ড্রয়েড এ্যাপ্লিকেশন উন্নয়নের উপর প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, একারনে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৪০ ঘন্টা ব্যাপী মল্টিমিডিয়া ক্লাসের ভিডিও নির্মাণ। এই ভিডিও ক্লাসে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আপনারাই হবেন বিশ্বমানের আইসিটি পেশাজীবি। আইসিটি খাতে এদেশের আয় একদিন গার্মেন্টস সেক্টরকেও ছাড়িয়ে যাবে। আমাদের সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই দেশের ১৭ টি জেলায় ৭২৮ জন এ্যন্ড্রয়েড এ্যাপ ডেভলপার হিসেবে প্রশিক্ষণ নিয়েছে।’
জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় ধারাবাহিকভাবে ৬৪ জেলাতে যে প্রশিক্ষণটি প্রদান করা হচ্ছে, সেই প্রশিক্ষণেরই একটি ডিজিটাল ভার্সন প্রস্তুত করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের বহু শিক্ষার্থীই ঘরে বসেই বিনা পয়সায় এই ব্যায়বহুল প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন। কার্যক্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সেন্টার ফর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এর পরিচালক অধ্যাপক ড. আলতাফ জলিল, প্রকল্প পরিচালক জনাব ড.আবুল হাসান এবং এমসিসি লি.এর প্রধান নির্বাহী জনাব আশ্রাফ আবির প্রমুখ।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট, গুগল ডেভলাপার গ্রুপ ও সেন্টার ফর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ঢাকা।
Leave a Reply
You must be logged in to post a comment.