জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় আজ সকাল ১০ টা থেকে শরিয়তপুর -এ শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। শরিয়তপুরের জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে ৩৬ জন শিক্ষার্থী নিয়ে । এই ওয়েব সাইটে নিবন্ধন ও স্কিল টেস্ট প্রদানের মাধ্যমে শিক্ষার্থীগণ এই কোর্সের জন্য নির্বাচিত হন এবং তারা পাঁচ দিনে এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং এ্যাপ্লিকেশন তৈরি করবেন। কর্মশালা শেষে সফল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তারা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই সকল প্রশিক্ষণার্থী জাতীয় পর্যায়ে এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন। এদিকে গতকাল ১২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে শেষ হলো ৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে শুরু হওয়া কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ। পাঁচ দিন প্রশিক্ষণ শেষে ছাত্র ছাত্রীরা এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পূর্ণাঙ্গ মোবাইল এ্যাপ্লিকেশন তৈরী করেন। কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষন কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ ৩৭ টি এ্যাপ্লিকেশন তৈরি করেন সফলভাবে প্রশিক্ষণ শেষ করে সনদপত্র পাওয়া ৩৮ জন শিক্ষার্থী। আর চুয়াডাঙ্গা জেলার প্রশিক্ষণ শেষে পূর্ণাঙ্গ ২৭ টি এ্যাপ্লিকেশন তৈরি করেন সনদপত্র প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থী।
শরিয়তপুরে শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিয়তপুর জেলার এডিসি জনাব আসিব আহসান, ইউএনও জনাব এইচ এম রকিব হায়দার, জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব অধ্যাপক ড.এম এ মালেক প্রমুখ। গত ৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হওয়া মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জনাব মো.আব্দুল ওয়াদুদ চৌধুরী, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার এন্ড ট্রাস্টি জনাব চৌধুরী খায়রুল হাসান আরিফ প্রমুখ এবং চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আনজুমান আরা, এসি জনাব মনিবুর রহমান প্রমুখ।
এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি.। উল্লেখ্য, এ পর্যন্ত অনুষ্ঠিত ১৪ টি প্রশিক্ষণ কোর্সে প্রায় ২৯ টি বিশ্ববিদ্যালয়ের ৫২৪ জন শিক্ষার্থী সফল ভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। প্রশিক্ষণ চলছে দিনাজপুর, সিরাজগঞ্জ এবং কক্সবাজার জেলায়। এছাড়া আগামী ১৫ ফেব্রুয়ারি ২০১৪ থেকে বাগেরহাট, কুড়িগ্রাম এবং নওগাঁ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অন্যান্য জেলার ছাত্রছাত্রীদের জন্য এখনো নিবন্ধন কার্যক্রম চালু আছে। জাভা ল্যাংগুয়েজ জানা শিক্ষার্থীরা এই ওয়েব সাইটে প্রবেশ করে নিবন্ধন ও স্কিল টেস্ট প্রদানের মাধ্যমে নির্বাচিত হলে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
পুরো প্রকল্পে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।
Leave a Reply
You must be logged in to post a comment.