গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত “জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে আজ সকাল নয়টায় হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মোবাইল এ্যাপ্লিকেশন আইডিয়া উদ্ভাবন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র, পল্লী কর্ম সহায়ক প্রতিষ্ঠান (পিকেএসএফ), কারিগরি শিক্ষা অধিদপ্তর, ইউসেপ, এনএসডিসি সেক্রেটারিয়েট, স্কিল এন্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রোজেক্ট, স্কিল ডেভলপমেন্ট প্রোজেক্টসহ প্রভৃতি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠানের প্রথমে মোবাইল এ্যাপস্ কি ও এর ব্যবহার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য কি ধরনের মোবাইল এ্যাপস্ তৈরি হতে পারে সে সম্পর্কে প্রাথমিক ধারণাসহ প্রস্তাবনা এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা মোবাইল এ্যাপসের মাধ্যমে কীভাবে তাদের সেবা গ্রাহকের দোর গোড়ায় পৌঁছাতে পারবেন এবং নতুন নতুন সেবা সম্পর্কে ধারণা দিয়ে মুক্ত আলোচনা করেন। এরপর প্রকল্প পরিচালক জনাব ড. মোহাম্মদ আবুল হাসান একে একে প্রত্যেক কর্মকর্তার আইডিয়া শোনেন এবং পুরো আইডিয়া সেশনটি পরিচালনা করেন। কর্মকর্তাদের কাছ থেকে সরকারের জনকল্যাণমূলক সেবাগুলোকে মানুষের হাতের মুঠোয় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের মোবাইল এ্যাপ্লিকেশনের আইডিয়া পাওয়া যায়। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কামাল উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, এই সকল আইডিয়া থেকে নির্বাচিত আইডিয়াসমূহকে গ্রহণ করে পরবর্তীতে মোবাইল এ্যাপস নির্মাণ করা হবে এবং পূর্ণাঙ্গ আইডিয়া সমূহকে উন্মুক্ত একটি ওয়েব সাইটে আইডিয়া রিসোর্স হিসেবে প্রকাশ করা হবে। এই প্রকল্পের আওতায় এই সকল আইডিয়া নিয়ে একটি প্রকাশনাও তৈরি করা হবে।