গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত “জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে আজ সকাল নয়টায় পল্টনের হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের অডিটরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন বিভাগের জন্য মোবাইল এ্যাপ্লিকেশন আইডিয়া উদ্ভাবন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠানের প্রথমে মোবাইল এ্যাপস্ ও এর ব্যবহার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য কি ধরনের মোবাইল এ্যাপস্ তৈরি হতে পারে সে সম্পর্কে প্রাথমিক ধারণাসহ প্রস্তাবনা রাখেন এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির। এরপর কর্মকর্তারা মোবাইল এ্যাপসের মাধ্যমে কীভাবে তাদের নিজেদের সেবাসমূহ গ্রাহকের দোর গোড়ায় পৌঁছাতে পারবেন সে সম্পর্কে নানা ধরনের এ্যাপ্লিকেশনের আইডিয়া প্রদান করেন। এবং নতুন নতুন সেবা সম্পর্কিত ধারণা দিয়ে মুক্ত আলোচনা করেন। এরপর গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব জনাব নজরুল ইসলাম খান একে একে প্রত্যেক কর্মকর্তার আইডিয়া শোনেন এবং পুরো আইডিয়া সেশনটি পরিচালনা করেন। কর্মশালাতে বক্তব্য রাখেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কামাল উদ্দিন আহমেদ। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মো: নূরুল আলম তালুকদার। প্রকল্প পরিচালক জনাব ড. আবুল হাসানের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়। উক্ত কর্মশালাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, গণ গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, জাতীয় গ্রন্থ কেন্দ্র, নজরুল ইন্সটিটিউস, কপি রাইট অফিস, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল প্রভৃতি অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য এই সকল আইডিয়া থেকে নির্বাচিত আইডিয়াসমূহকে গ্রহণ করে পরবর্তীতে মোবাইল এ্যাপস নির্মাণ করা হবে এবং পূর্ণাঙ্গ আইডিয়া সমূহকে উন্মুক্ত একটি ওয়েব সাইটে আইডিয়া রিসোর্স হিসেবে প্রকাশ করা হবে। এই প্রকল্পের আওতায় এই সকল আইডিয়া নিয়ে একটি প্রকাশনাও তৈরি করা হবে।