বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য মোবাইল এ্যাপ্লিকেশন আইডিয়া উদ্ভাবন কর্মশালা অনুষ্ঠিত

By admin

1464793_10201039853854533_949230711_n
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত “জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে আজ সকাল নয়টায় পল্টনের হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অডিটরিয়ামে মোবাইল এপ্লিকেশন আইডিয়া ইনভেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠানের প্রথমে মোবাইল এ্যাপস্ ও এর ব্যবহার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য কি ধরনের মোবাইল এ্যাপস্ তৈরী হতে পারে সে সম্পর্কে প্রাথমিক ধারণাসহ প্রস্তাবনা রাখেন এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা মোবাইল এ্যাপসের মাধ্যমে পাটের উন্নয়ন, চাষের পদ্ধতি, গ্রাহক সেবা, পাটজাত পন্য বিপনন ও প্রচারণার প্রভৃতি বিষয়ের জন্য নতুন নতুন মোবাইল এ্যাপসের ধারনা প্রদান করেন। এই সকল ধারণা সম্পর্কে মুক্ত আলোচনা করা হয়। এরপর পৃথক পৃথক ভাবে প্রত্যেক কর্মকর্তা তার নিজের আইডিয়া উপস্থাপন করেন। এবং পরবর্তীতে একই ধরনের আইডিয়া প্রদানকারীদের নিয়ে গ্রুপ ভিত্তিক আইডিয়া উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী মিজানুর রহমান। পরবর্তীতে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ এর সমপানী বক্তৃতার মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।

উল্লেখ্য এই সকল আইডিয়া থেকে নির্বাচিত আইডিয়াসমূহকে গ্রহণ করে পরবর্তীতে মোবাইল এ্যাপস নির্মাণ করা হবে এবং পূর্ণাঙ্গ আইডিয়া সমূহকে উন্মুক্ত একটি ওয়েব সাইটে আইডিয়া রিসোর্স হিসেবে প্রকাশ করা হবে। এই প্রকল্পের আওতায় এই সকল আইডিয়া নিয়ে একটি প্রকাশনাও তৈরী করা হবে।

Leave a Reply