সমাজসেবা অধিদপ্তরে অনুষ্ঠিত হলো মোবাইল এ্যাপ্লিকেশন আইডিয়া উদ্ভাবন কর্মশালা

By admin

589A3362গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত “জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে আজ সকাল নয়টায় আগারগাঁও এর সমাজসেবা অধিদপ্তরের একাডেমিক ভবনে মোবাইল এপ্লিকেশন আইডিয়া উদ্ভাবন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠানের প্রথমে মোবাইল এ্যাপস্ ও এর ব্যবহার এবং এর ভবিষ্যৎ নিয়ে প্রাথমিক ধারণাসহ প্রস্তাবনা রাখেন ড. মো: নাজমুস সাদাত। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা মোবাইল এ্যাপসের মাধ্যমে সরকারের ভিজিডি, বিভিন্ন ভাতা, মাদক নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতাভুক্ত সেবাসমূহ কিভাবে মানুষের দোর গোড়ায় মোবাইল এ্যাপসের মাধ্যমে আরো সহজে পৌছানো যায় সে বিষয়ে নিত্য নতুন আইডিয়া সকলের সাথে ভাগাভাগি করেন। এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব জনাব নজরুল ইসলাম খান একে একে প্রত্যেক কর্মকর্তার আইডিয়া শোনেন এবং পুরো আইডিয়া সেশনটি পরিচালনা করেন। পরবর্তীতে কয়েকটি গ্রুপ তৈরীর মাধ্যমে আইডিয়াগুলোর আরো পরিণতরূপ উপস্থাপন করা হয়। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের ডিজি মহোদয় জনাব নাছিমা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি জনাব মো: বিল্লাল হোসেন, এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির এবং ইএটিএল এর প্রধান নির্বাহী এমএ মুবিন।

এই সকল আইডিয়া থেকে নির্বাচিত আইডিয়াসমূহকে গ্রহণ করে পরবর্তীতে মোবাইল এ্যাপস নির্মাণ করা হবে এবং পূর্ণাঙ্গ আইডিয়া সমূহকে উন্মুক্ত একটি ওয়েব সাইটে আইডিয়া রিসোর্স হিসেবে প্রকাশ করা হবে। এই প্রকল্পের আওতায় এই সকল আইডিয়া নিয়ে একটি প্রকাশনাও তৈরী করা হবে।

Leave a Reply