গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত “জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে আজ সকাল নয়টায় পল্টনের বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অডিটরিয়ামে বিভিন্ন ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের জন্য মোবাইল এপ্লিকেশন আইডিয়া ইনোভেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ২৫টিরও অধিক ব্যাংক ও বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠানের প্রথমে মোবাইল এ্যাপস্ ও এর ব্যবহার এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে কি ধরনের মোবাইল এ্যাপস্ তৈরী হতে পারে সে সম্পর্কে প্রাথমিক ধারণাসহ প্রস্তাবনা রাখেন এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা মোবাইল এ্যাপসের মাধ্যমে কিভাবে তাদের নিজেদের ব্যাংকের সেবা গ্রাহকের দোর গোড়ায় পৌছাতে পারবেন এবং নতুন নতুন সেবা সম্পর্কে ধারনা দিয়ে মুক্ত আলোচনা করেন। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব জনাব নজরুল ইসলাম খান একে একে প্রত্যেক কর্মকর্তার আইডিয়া শোনেন এবং পুরো আইডিয়া সেশনটি পরিচালনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক জনাব ড. মো: নূরুল আলম তালুকদার এবং এবং প্রকল্প প্রধান জনাব ড. আবুল হাসান। বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বাংলাদেশ ইন্সুরেন্স এসিএ, বিআইএ, বিডিবিএল, ট্রাস্ট ব্যাংক, জনতা ব্যাংক লিমিটেড, বিএফআইডি, রূপালী ব্যাংক লিমিটেড, বিক্যাশ, বেসিক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), অগ্রণী ব্যাংক লিমিটেড, পিকেএসএফ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, সোনালী ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করে।
এই সকল আইডিয়া থেকে নির্বাচিত আইডিয়াসমূহকে গ্রহণ করে পরবর্তীতে মোবাইল এ্যাপস নির্মাণ করা হবে এবং পূর্ণাঙ্গ আইডিয়া সমূহকে উন্মুক্ত একটি ওয়েব সাইটে আইডিয়া রিসোর্স হিসেবে প্রকাশ করা হবে। এই প্রকল্পের আওতায় এই সকল আইডিয়া নিয়ে একটি প্রকাশনাও তৈরী করা হবে।