নাটোরসহ সারাদেশে মোবাইল এ্যাপ্লিকেশন নিয়ে ধারাবহিক কার্যক্রম চালু রাখা হবে
জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় আজ সকাল ১০ টা থেকে নাটোরে অবস্থিত রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ কোর্স। এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নাটোরসহ সারাদেশে মোবাইল এ্যাপ্লিকেশন নিয়ে ধারাবাহিক কার্যক্রম চালু রাখা হবে এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা হবে। মাননীয় প্রতিমন্ত্রী এই জেলার তিন নং আসনের সাংসদ। তিনি উপস্থিত প্রশিক্ষনার্থীদেরকে নাটোর জেলার উপযোগী মোবাইল এ্যাপ্লিকেশন নির্মাণের আহ্বান জানান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ এর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ এর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, নাটোর -১ এর মাননীয় সংসদ সদস্য জনাব এড. আবুল কালাম আজাদ, প্রশাসক, জেলা পরিষদ ও নাটোর জেলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনাব এড. সাজেদুর রহমান খান, সাবেক প্রতিমন্ত্রী, নাটোর জেলা বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মো. আহাদ আলী সরকার ও নাটরের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তৌফিক আল মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম.সি.সি লি. এর প্রধান নির্বাহী জনাব আশ্রাফ আবির।
৭২ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এই সকল শিক্ষার্থীরা পাঁচ দিনে এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং ব্যবহারিক কাজ হিসাবে এ্যাপ্লিকেশন তৈরি করবেন। তারা জাতীয় পর্যায়ে এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন।
এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি.। উল্লেখ্য, এ পর্যন্ত অনুষ্ঠিত ৬০ টি প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৩০৯ জন শিক্ষার্থী সফল ভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। অন্যান্য জেলার ছাত্রছাত্রীদের জন্য এখনো নিবন্ধন কার্যক্রম চালু আছে। জাভা ল্যাংগুয়েজ জানা শিক্ষার্থীরা এই ওয়েব সাইটে প্রবেশ করে নিবন্ধন ও স্কিল টেস্ট প্রদানের মাধ্যমে নির্বাচিত হলে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
পুরো প্রকল্পে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট, গুগল ডেভলাপার গ্রুপ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, কিউবি ও টেলিটক।