নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ ১০টি সমস্যার প্রযুক্তি নির্ভর সমাধান বের করতে ঢাকায় শুরু হলো ‘জাতীয় হ্যাকাথন-২০১৪’। প্রশ্নপত্র ফাঁস, যৌন হয়রানি, দুর্নীতি, যানজট, সড়ক নিরাপত্তা, স্যানিটেশন, সাইক্লোন সেন্টার ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থার আচরণগত পরিবর্তন, অ-সংক্রামক রোগের বৃদ্ধি, নৌযান নিরাপত্তার মতো জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যর সমাধানের উপায় বের করতে সারাদেশের এক হাজার ৭৪৫ জন তুখোড় প্রোগ্রামাররা একযোগে ৩৬ ঘন্টার কর্মযজ্ঞে নেমেছেন। জনগনের মতামত ও বিশেষজ্ঞদের গবেষণায় এই হ্যাকাথনের জন্য ১০টি জাতীয় সমস্যা চিহ্নিত করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব সমস্যা চিহ্নিত করতে তার ফেইসবুকে পেইজে স্ট্যাটাস দিয়ে সাধারণ মানুষের মতামত নেন।
আজ সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) তে সরকারি আয়োজনে দেশের সবচেয়ে বড় এই হ্যাকাথনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ভিন্নধর্মী এক উপস্থাপনায় তিনি ‘ভিশন ২০২১’-এর ওপর একটি কর্মশালা করেন। এতে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তার আধুনিক রুপায়ন ‘ডিজিটাল বাংলাদেশ।’ দেশ এখন তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। আগামীতে আরও এগিয়ে যাবে যেখানে মানুষ ২০২১ সালের আগেই একটি তথ্য প্রযুক্তি নির্ভর উন্নত জীবন পাবেন।
পলক আরো বলেন, সবাই যেখানে শুধু সমস্যার কথা বলছে, সমাধানের কথা কেউ বলছে না, সেখানে আমরা সমস্যাগুলোর সমাধানে ১৭০০ মানুষ একত্রিত হয়েছি। জতীয় হ্যাকাথন প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় জীবনের সমস্যাগুলোর সমাধানের পথ বেরিয়ে আসবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি সবাইকে এতে অংশ নেওয়ার মাধ্যমে সমস্যা চিহ্নিত করা ও এগুলোর সমাধানে নতুন কিছু করার আহবান জানান।
সম্মেলনে এক হাজার ৭০০ প্রোগ্রামার, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, অ্যাপনির্মাতা ৩৪০টি টিমে বিভক্ত হয়ে অংশ নিচ্ছেন। পাশাপাশি ৪৯টি পেশাদার কোম্পানি অংশ নিচ্ছে। পাঁচ সদস্যের কোডার ও ডিজাইনারের সমন্বয়ে প্রতিটি টিম গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, পেশাদার সফটওয়ার ডেভেলপার, দেশের তুখোড় সব প্রোগ্রামাররা দলগতভাবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি কর্মসূচী’-এর আওতায় দেশজুড়ে তৃণমূল পর্যায়ে মোবাইল অ্যাপবিষয়ক কারিগরি প্রশিক্ষণ প্রাপ্তরাও আছেন এই সম্মেলনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোপগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারি, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরসিংহে, হাইটেক পার্ক কর্তৃপক্ষের যুগ্ম সচিব এমদাদুল হক, জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি কর্মসূচীর প্রকল্প পরিচালক মিনা মাসুদ উজ্জামান, স